২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

তৃতীয় অধ্যায় : বল
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : বল’ থেকে আরো ১১টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪। নিচের কোনটি মৌলিক বল?
ক) অভিকর্ষ বল খ) চৌম্বক বল
গ) তাড়িত চৌম্বক বল ঘ) ঘর্ষণ বল
৫। পরস্পরের সাথে না থেকেও দু’টি বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে পারে-
র) চৌম্বক বল ii) তড়িৎ বল
iii) টান বল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৬। সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?
ক) ফুটবল খ) ক্রিকেট
গ) রশি টানাটানি ঘ) বেসবল
৭। জড়তা ও বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) কোনোটি থেকেই নয়
৮। ভরবেগের মাত্রা কোনটি?
ক) MLT-2 খ) MLT-1
গ) ML-1T-1 ঘ) ML-1T-2
৯। ভর কিসের পরিমাপ?
ক) বল খ) ত্বরণ
গ) জড়তা ঘ) সরণ
১০। সবল নিউক্লিয় বল-
i) নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে
ii) সবচেয়ে শক্তিশালী বল
iii) পরমাণুর স্থায়িত্বের জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১১। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়-
ক) স্থিতি
খ) গতি গ) স্থিতি জড়তা
ঘ) গতি জড়তা
১২। বলের একক কী?
ক) মিটার (m)
খ) নিউটন (N)
গ) কিলোগ্রাম (kg)
ঘ) ডিগ্রি (0)
১৩। অস্পর্শ বলের উদাহরণ কোনটি?
ক) অভিকর্ষ বল খ) ঘর্ষণ বল
গ) টান বল
ঘ) সংঘর্ষের সময় সৃষ্ট বল
১৪। একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হলো-
ক) স্পর্শ বল
খ) দূরবর্তী বল
গ) মহাকর্ষ বল
ঘ) সাম্য বল
উত্তর : ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. খ।


আরো সংবাদ



premium cement
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন

সকল